শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা জেলার দোহার উপজেলায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভার পাশাপাশি অনুষ্ঠানে আয়োজন করা হয় নবীন বরণ ২০২৫ ও মেধা পুরস্কার ২০২৪ প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম। তার উপস্থিতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়াবে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, মেধাবিকাশ ও দায়িত্বশীলতার মানসিকতা তৈরি করবে। এছাড়া অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।