ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে আইএফআইসি ব্যাংক
ঠাকুরগাঁওয়ের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আইএফআইসি ব্যাংক। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ব্যাংকের ঠাকুরগাঁও শাখা এবং বিভিন্ন উপশাখা যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি এক আয়োজনে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও শাখায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি এবং তামান্না এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোদাচ্ছের হোসেন, আইএফআইসি ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা এবং উপশাখার প্রধানরা উপস্থিত থেকে এই কর্মসূচি সম্পন্ন করেন। ব্যাংকের অন্যান্য উপশাখাগুলোতেও পৃথকভাবে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।
এর পাশাপাশি আইএফআইসি ব্যাংকের উদ্যোগে সম্প্রতি দুটি মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। সব মিলিয়ে এই উদ্যোগে এক হাজারেরও বেশি শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়েছেন।
আইএফআইসি ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান জানান, “আইএফআইসি ব্যাংক সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমাদের ব্যাংক শুধু আর্থিক সেবা প্রদান করে না, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের সহায়তায় নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।”