খুলনায় ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভা
খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। ভোটার তালিকায় যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে এবং কোনো প্রকার পক্ষপাতিত্বের সুযোগ রাখা যাবে না। নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে যাতে তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে একজন নাগরিকের ভোটার হওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “সঠিক ভোটার তালিকা প্রণয়ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার অন্যতম প্রধান উপাদান। কারণ একটি ভোট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
তারা নির্বাচন কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে নির্বাচন কমিশনার গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন। তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও দক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ।