খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি
খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের প্রস্তাবের প্রতিবাদে নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।
নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যান্য বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপন করা হলেও খুলনার প্রকল্পটি বাতিলের প্রস্তাব খুলনার মানুষকে হতাশ করেছে। বক্তারা দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে কাজ শুরুর দাবি জানান। প্রয়োজনে প্রকল্পের নাম পরিবর্তন করে হলেও শিক্ষার্থীদের কথা বিবেচনায় এটি বাস্তবায়ন করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসারী জাহান মঞ্জু, বনানী সুলতানা ঝুমু, সৈয়দ আলী হাফিজ, সাইফুল ইসলাম মল্লিক, সাবির খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য অনি হাসান, এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন খুলনার সংগঠক কোহিনূর আক্তার কনা।
মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে দ্রুত প্রকল্পটি পুনর্বহালের দাবি জানানো হয়।