খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানি টিপুকে হুজি শহীদ হত্যার প্রতিশোধ হিসেবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, হুজি শহীদ নামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক নেতাকে ২০১৫ সালে হত্যা করা হয়। হত্যার সঙ্গে কাউন্সিলর টিপুর সংশ্লিষ্টতা ছিল। শহীদের ভাতিজা শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু প্রতিশোধ নিতে কক্সবাজারে সাবেক কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা করেন।
৯ জানুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সিগাল পয়েন্টে কাঠের সেতুর পাশে রাত সাড়ে ৮টায় এ হত্যাকাণ্ড ঘটে। টিপুকে হত্যার পর তার মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) মৌলভীবাজার থেকে গ্রেফতারকৃত তিনজন হলেন, মোঃ সেলিম আকন্দের মেয়ে ঋতু (২৪), জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৭), মোঃ হায়দার সরদার অদুদের ছেলে গোলাম রসুল (২৫)। পুলিশের মতে, হত্যাকাণ্ডে ঋতুকে “ফাঁদ” হিসেবে ব্যবহার করা হয়েছিল।
কক্সবাজারকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়ে কৌশলে হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়। পাপ্পু ও তার সহযোগী গোলাম রসুল কক্স কুইন রিসোর্টে অবস্থান করেন। হত্যার পর ব্যবহৃত অস্ত্রটি রিসোর্টের একটি কক্ষে লুকিয়ে রেখে তারা পালিয়ে যান। পরে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
খুলনার আরেক সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুর কক্সবাজারে উপস্থিতি এবং টিপুর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্রোর ভূমিকা তদন্ত করছে পুলিশ।
কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ শত্রুতা ও স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটির পুরো পরিকল্পনা পূর্ব থেকেই করা হয়েছিল।
হত্যাকাণ্ডের পর নিহতের ভগ্নিপতি মোঃ ইউনুস আলী শেখ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অস্ত্র সরবরাহকারী চক্রকেও খুঁজে বের করার চেষ্টা চলছে।