সাতক্ষীরায় সারের সিন্ডিকেটের দৌরাত্ম্য: দুদকের অভিযানে প্রমাণিত
সাতক্ষীরায় কৃষিখাতে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। অভিযানে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে সহকারী পরিচালক মো. জাহিদ ফজলসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
তদন্তে তালা ও পাটকেলঘাটা থানার বিভিন্ন জায়গায় কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত দলের সদস্যরা সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে এবং খামারবাড়ির উপ-পরিচালকের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেন।
দুদকের অভিযানে কৃষকদের মধ্যে সাময়িক স্বস্তি দেখা দিলেও তারা সিন্ডিকেট ভেঙে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কৃষকরা অভিযোগ করেছেন যে, ওয়ার্ড পর্যায়ের খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে উচ্চপর্যায়ের কর্মকর্তারা পর্যন্ত অতিরিক্ত দামে সার বিক্রির মাধ্যমে লাভবান হচ্ছেন, যা তাদের চাষাবাদের খরচ বাড়িয়ে তুলেছে।
দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানিয়েছেন, প্রাপ্ত তথ্য ও ডকুমেন্টের ভিত্তিতে উচ্চতর কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হতে হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
কৃষিখাতে সুষ্ঠু ও ন্যায্য বণ্টন নিশ্চিত করতে সিন্ডিকেট ভাঙা এবং সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে কৃষকদের পক্ষ থেকে। কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত না হলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে।
এই অভিযান দেখিয়ে দেয় যে, সারের মূল্য নিয়ন্ত্রণে আরও কঠোর মনিটরিং এবং স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। দুর্নীতি দমন কমিশনের এ ধরনের অভিযান সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।