বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) এর টেকেরঘাট বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবাসহ মোফাজ্জল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে টেকেরঘাট বিওপি’র সীমান্ত পিলার ১২০০ এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রজনী লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের সময় বিজিবি সদস্যরা ১৮২ পিস ভারতীয় ইয়াবা, একটি মোটরসাইকেল, গ্রামীণ সিমসহ একটি মোবাইল ফোন এবং নগদ ৪,৮৩০ টাকা উদ্ধার করে। আটককৃত মোফাজ্জল হোসেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকার রজনী লাইন গ্রামের মো. আব্দুছ ছাত্তারের ছেলে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি মোফাজ্জল হোসেনকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই ধরণের অপরাধ দমনে বিজিবি সর্বদা সক্রিয়।