তালার মদনপুরে আওয়ামীলীগ নেতা কর্তৃক জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার মদনপুর বাজারে লতিফ সরদার ও আলিম সরদারের ক্রয়কৃত জমিতে আওয়ামীলীগ নেতা সেলিম সরদারের বিরুদ্ধে ঘর নির্মাণ করে জবর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে এই কাজ করা হয়েছে। সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মৃত আঃ খালেক সরদারের ছেলে সেলিম সরদার এবং তার অনুসারী ১০-১৫ জনের নেতৃত্বে রাতের আঁধারে জমিতে ঘর নির্মাণ করা হয়।
স্থানীয় আলিম সরদার, আব্দুস ছাত্তার সরদার এবং লতিফ সরদার জানান, তারা দীর্ঘদিন ধরে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে সেলিম সরদার এই জমিটি খাস দাবি করে দালালদের সাহায্যে রাতের আঁধারে ঘর নির্মাণ করে।
লতিফ সরদার আরও জানান, তারা খালেক সরদার ও কাওছার সরদারের কাছ থেকে ৪০ শতক জমি কিনে, জমির যাবতীয় কাগজপত্রও সম্পূর্ণ করেছে। তারপরও সেলিম সরদার এবং তার অনুসারীরা তাদের জমিতে জবরদখল করেছে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত সেলিম সরদার বলেন, জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত এবং ডিসিআর নিয়ে ঘর নির্মাণ করা হয়েছে।