খানসামায় ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমূল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নেন। খুদে বিজ্ঞানীদের সৃজনশীলতা ও নতুন আবিষ্কারের প্রতি উৎসাহ দিতে এ আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।