খানসামায় বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দিনাজপুরের খানসামায় বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত ও অসহায় বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপি নেতা জামিউল ইসলাম শাহ্ জামিল। রোববার বিকেলে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগড় গ্রামে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
জামিউল ইসলাম শাহ্ জামিল আঙ্গারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রচার দলের সাবেক সাধারণ সম্পাদক।
কম্বল বিতরণকালে জামিউল ইসলাম বলেন, “মানবতার কল্যাণে আমি সর্বদা প্রস্তুত। ইতিপূর্বেও অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি। আল্লাহ যেন আরও বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।”
তিনি আরও বলেন, “আপনার একটু সহযোগিতায় একজন মানুষের কষ্ট লাগব হতে পারে। তাই যতটুকু সম্ভব শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।”
স্থানীয়রা জামিউল ইসলামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন। তারা মনে করেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।