লাখাইয়ে ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলামের পদত্যাগ
লাখাই থানা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম তাঁর দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ছাত্রদল নেতা ফখরুল ইসলামের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস পোস্টের মাধ্যমে জানা যায়, তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর কোনো কর্মকাণ্ডে আর সম্পৃক্ত থাকবেন না বলেও ঘোষণা দিয়েছেন।
পদত্যাগের কারণ হিসেবে ফখরুল ইসলাম স্ট্যাটাসে উল্লেখ করেছেন, দলের বর্তমান কর্মকাণ্ডে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নসহ নানা কারণ তাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এ বিষয়ে মন্তব্য জানার জন্য ফখরুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭২০০৫৫৯৬৪) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ফখরুল ইসলামের পদত্যাগের ঘটনায় স্থানীয় বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে দলের অভ্যন্তরীণ সংকট হিসেবে উল্লেখ করেছেন।