স্ত্রীর সাথে বাকবিতণ্ডার জেরে স্বামীর আত্মহত্যা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে আসলাম (৩০) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন।
নিহত আসলাম ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর দামপাড়ার বাসিন্দা আঃ অহেদের ছেলে। পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে জয়পুরহাট জেলার নান্দাস গ্রামের আব্দুস সাকিমের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ ও মনোমালিন্য চলছিল।
এ সময় তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। আসলাম ঢাকায় রিকশা চালাতেন। বুধবার (৮ জানুয়ারি) রাতে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। তখন তার স্ত্রী শারমিন বাবার বাড়িতে ছিলেন। স্বামীর বাড়ি ফেরার খবর পেয়ে শারমিন পরদিন (৯ জানুয়ারি) সকালে শ্বশুরবাড়িতে আসেন। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে সকাল ১০টার দিকে আসলাম স্ত্রীর প্রতি অভিমান করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলেন। পরিবারের লোকজন দ্রুত তাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে অন্যত্র স্থানান্তর করার পরামর্শ দেন। পরে, ১০ জানুয়ারি দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসলাম মারা যান।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। নিহত ব্যক্তি বিষপান করেছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”