হবিগঞ্জের মাধবপুরে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদিয়া (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় মাধবপুর উপজেলার গ্যাসফিল্ড মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাদিয়া মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ভাড়াটিয়া রুবেল মিয়ার মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, সাদিয়া তার মা ও নানীর সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় বাসটির ধাক্কায় গুরুতর আহত হয়।
স্থানীয়রা সাদিয়াকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটিকে আটক করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.