জয়পুরহাটে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ঘুমন্ত শরীয়ত নেজামের সাথীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার, শাস্তি কার্যকর, এবং তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের পর জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
বক্তারা বলেন, “টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা তৌহিদি জনতার ওপর পরিকল্পিত চক্রান্ত। এ ঘটনার জন্য সাদপন্থীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তাছাড়া, এই ধরনের সহিংস কার্যক্রম ভবিষ্যতে রোধ করার জন্য সাদপন্থীদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।”
তারা আরও বলেন, তাবলিগ জামাতের ঐক্য ও শান্তি বজায় রাখতে শরীয়ত নেজামের পন্থা অনুসরণ করা জরুরি। এই হত্যাকাণ্ড ও সহিংসতার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.