লাখাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যান চলাচল, তিন বছরেও পুনঃনির্মাণ হয়নি
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের কালিয়াধারা থেকে ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সড়কের তেঘরিয়া গ্রামের উত্তরের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করছে। তিন বছর আগে বন্যার স্রোতে ব্রিজটি হেলে পড়ার পর থেকে এটি বিপজ্জনক অবস্থায় রয়েছে।
২০২২ সালের বন্যায় পানির প্রবল স্রোতে ব্রিজটির দক্ষিণ পাশ হেলে পড়ে এবং তার নীচে গভীর ডোবার সৃষ্টি হয়। ডোবার কারণে ব্রিজের সংযোগ সড়কের দুই পাশ ভেঙে পড়ছে। সরেজমিনে দেখা গেছে, ব্রিজের চারপাশে বড় গর্ত তৈরি হয়েছে এবং যে কোনো সময় এটি পুরোপুরি ধসে পড়তে পারে।
২০২৩-২৪ অর্থবছরে রাস্তার পুনঃনির্মাণ কাজ শুরু হলেও ব্রিজটি মেরামতের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে পুরো সড়ক ব্যবস্থাই হুমকির মুখে রয়েছে। রাস্তার দুই পাশের মাটি সরে গিয়ে বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়ক ও ব্রিজ উভয়ই মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
লাখাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী এহতেশামুল হক জানিয়েছেন, “স্থানীয় সরকার অধিদপ্তরের বাজেট বরাদ্দ পেলেই ব্রিজটির পুনঃনির্মাণ করা হবে।”
মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া বলেন, “সড়কটির কাজ চলমান থাকলেও ব্রিজটির জন্য কোনো বরাদ্দ নেই। তবে বাজেট বরাদ্দের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। বরাদ্দ পেলে দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণ করা হবে।”
এ ব্রিজ দিয়ে প্রতিদিন সাধারণ জনগণ ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন, যাতে যানবাহন চলাচল নিরাপদ হয় এবং সড়কের টেকসই উন্নয়ন নিশ্চিত হয়।