খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যায় সন্দেহভাজন আরেক কাউন্সিলর আটক
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে কেসিসির ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালুকে আটক করেছে র্যাব।
৯ জানুয়ারি রাতে কক্সবাজারের হোটেল মোটেল জোনের “গোল্ডেন হিল” নামের একটি হোটেল থেকে চালুকে আটক করা হয়। র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করা হবে।
হোটেল “গোল্ডেন হিল”-এর ম্যানেজার মোহাম্মদ শফিক জানান, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপু, চালু এবং রুমি (২৭) নামের এক নারী হোটেলে প্রবেশ করেন। হোটেল রেজিস্ট্রারে তাদের তিনজনের নাম এন্ট্রি করা হয়। তারা হোটেলের ৭০৩ নম্বর ফ্ল্যাটে ওঠেন। ফ্ল্যাটটির একটি কক্ষে গোলাম রব্বানী টিপু এবং অপর কক্ষে চালু ও রুমি অবস্থান করছিলেন।
সন্ধ্যার দিকে টিপু হোটেল থেকে বের হন এবং পরে আর ফিরে আসেননি। ওই রাতেই কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে টিপুকে গুলি করে হত্যা করা হয়।
র্যাব জানিয়েছে, রুমি নামের ওই নারী বর্তমানে পলাতক। তার অবস্থান জানার চেষ্টা চলছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল এবং আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।
গোলাম রব্বানী টিপু খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। হত্যার ঘটনায় রাজনৈতিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিরোধের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।