গোদাগাড়ীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে শীতার্ত আদিবাসী, সাঁওতাল ও অসহায় দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিট।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩:৩০ টায় দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক তরফদার মো. আখতার জামীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত এবং দেওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রেড ক্রিসেন্টের কর্মকর্তা এস. এম. তৌকির আহমেদ ও রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় উপকারভোগীরা শীতের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্টের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই কার্যক্রমটি রেড ক্রিসেন্টের মানবিক সহায়তার ধারাবাহিক উদ্যোগের অংশ, যা শীতার্তদের জীবনযাত্রায় স্বস্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।