বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল দশটায় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি লতিফ মাস্টার ফাউন্ডেশন প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। ফাউন্ডেশনের সভাপতি মোসা. কোহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভূঁইয়া, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, এবং সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ।
বেশরগাতির প্রয়াত শিক্ষাবিদ লতিফুর রহমানের দুই পুত্র—যুগ্ম সচিব ড. ফরিদুল ইসলাম ও লন্ডনপ্রবাসী সাবেক ছাত্রনেতা সিপিএ রফিকুল ইসলাম জগলুর আর্থিক সহায়তা ও দিকনির্দেশনায় ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এ ধারাবাহিকতায় এবার প্রায় দুই হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের ডিডিএলজি মোহাম্মদ আসাদুজ্জামান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা (সুজন), এবং স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি শেখ সাজ্জাদ হোসেন।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা গোলাম রসুল তরফদার নেওয়াজ।
অনুষ্ঠান শেষে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার লতিফ মাস্টার ফাউন্ডেশনের পরিচালনায় এতিম ও বৃদ্ধ নিবাসের বায়োগ্যাস প্ল্যান্ট, ফলজ বৃক্ষরোপণ এবং গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করেন। পরে তিনি জেলা সদরে অবস্থিত “উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা (উসেকা)” এর নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, লতিফ মাস্টার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।