সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেড়গড় বিওপি’র সীমান্ত এলাকায় সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাটে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৯৩ ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট শ্রী রাজিব কুমার। উভয় দেশের পক্ষ থেকে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বৈঠকে ৮ জানুয়ারি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি এলাকার গামারিতলা (খাসপাড়া) গ্রামের মো. জয়নাল আবেদীন এর ছেলে মো. সাইদুল ইসলাম (২২) কে ভারতের অভ্যন্তরে ২০-৩০ গজ ভিতরে গুলি করা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের বিজিবি অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বিএসএফ এর কাছে প্রতিবাদ জানান এবং এই ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান।
প্রতিত্তোরে, বিএসএফ কমান্ড্যান্ট শ্রী রাজিব কুমার জানান যে, তাদের ১৯৩ ব্যাটালিয়ন করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনার তদন্তের জন্য বিএসএফ এবং পুলিশের একটি যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, “আমরা এই ঘটনায় জোর প্রতিবাদ জানিয়েছি এবং সীমান্তে গুলি, হতাহতের ঘটনা বন্ধে আলোচনা করেছি। বৈঠকটি প্রায় ১২টা পর্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।”
পতাকা বৈঠক শেষে বিজিবি অধিনায়ক মাছিমপুর বিওপি’র সংলগ্ন এলাকায় নিহত হওয়ার ঘটনা পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।