রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম। বোর্ডের তথ্য ও গণসংযোগ অফিসার সুলতানা শামীমা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দায়িত্ব গ্রহণের সময় বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. নূরুল ইসলাম খাঁন, উপ-সচিব (প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত চেয়ারম্যান মোফাখখারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর তার নেতৃত্বে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর তার অফিস কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তার দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন এবং বোর্ডের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।