খুলনা বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন
বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ৮ জানুয়ারি বিকেল ৫টায় খুলনার শিববাড়ি মোড়ে বিসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলা ১০ দিনব্যাপী চলবে। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। তিনি স্থানীয় উদ্যোক্তাদের পণ্যকে টেকসই এবং রপ্তানিমুখী করার আহ্বান জানান। তার বক্তব্যে তিনি বলেন, “উদ্যোক্তাদের পণ্য টেকসই ও রপ্তানিমুখী করার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এবং বিসিক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিকের উপ-মহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। তিনি জানান, “বিসিক মাইক্রো কুটির ও ক্ষুদ্র-মাঝারি শিল্প বিকাশ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই শিল্পায়নের লক্ষ্যে কাজ করছে।” তিনি আরও উল্লেখ করেন, “বিসিকের মেলা আয়োজন একটি রুটিন কার্যক্রম যার মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়ানোর প্রচেষ্টা চালানো হয়।”
মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এতে পণ্য বিপণন, প্রচার এবং প্রসারের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় শিল্পের বিকাশ ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধান অতিথি মোঃ ফিরোজ সরকার বলেন, “বর্তমানে আমরা স্বাধীনভাবে বিভিন্ন উদ্যোগ নিতে পারছি। মেধা বিকাশ ও ব্যবসা পরিচালনায় অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে।” তিনি ছেলে ও মেয়ে উভয় উদ্যোক্তাদের পারিবারিক ও রাষ্ট্রীয় সহায়তার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
মেলার মাধ্যমে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, নিবন্ধন, এবং বাজারজাতকরণের সুযোগ তৈরি করা হবে। এছাড়া স্থানীয় পণ্য আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টায় এ মেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।