বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ আটক ৬, মাইক্রোবাস জব্দ
বাগেরহাটের মোংলায় ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে ১১ কেজি হরিণের মাংস উদ্ধার এবং ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মোংলা ফেরিঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ৬ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা চোরাচালানের সঙ্গে জড়িত। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন আরও জানান, জব্দ করা হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক ব্যক্তিদের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনের সম্পদ রক্ষায় তারা সবসময় তৎপর। অবৈধ শিকার ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সুন্দরবন রক্ষায় প্রশাসনের কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন।