সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি বিকেলে চৌকা সীমান্তের ভারতীয় অংশে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন শুরু করে। এতে বিজিবি তাৎক্ষণিক বাধা দেয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিএসএফ আবার মাটি খননের কাজ শুরু করলে বিজিবি পুনরায় বাধা প্রদান করে। বিএসএফ স্থানীয় জনতাকে কাজে যুক্ত করে নির্মাণকাজ শুরু করলে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এবং রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. রুহুল আমিন বলেন, নিয়ম অনুযায়ী ভারতীয় অংশে সীমানা থেকে ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের নিয়ম থাকলেও বিএসএফ মাত্র ২০ গজ ভেতরে বেড়া দেওয়ার চেষ্টা করছিল। বিজিবির বাধার কারণে কাজ বন্ধ হয়ে যায় এবং সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বিএসএফ তাদের অতিরিক্ত জনবল এবং বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে আছে।
সীমান্তে উত্তেজনার কারণে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং স্থানীয় জনতাও সীমান্তে অবস্থান করছে। সীমান্ত এলাকার শান্তি বজায় রাখতে বিজিবি সতর্কতার সঙ্গে কাজ করছে।