হবিগঞ্জে বর্ষসেরা এ্যাওয়ার্ড প্রাপ্ত ডা. কাজী শামসুল আরেফীনকে সংবর্ধনা
হবিগঞ্জ জেলার বর্ষসেরা ২০২৪ এ্যাওয়ার্ড প্রাপ্ত লাখাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার কর্তৃক আয়োজিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জুনিয়র কনসালটেন্ট বিজন কান্তি সভাপতিত্ব করেন এবং স্যানিটারী ইনস্পেকটর বিধান চন্দ্র সোম সঞ্চালনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট ডাক্তার বিজন কান্তি সাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর এম ও ডাক্তার অপর্না সুত্রধর, ডাক্তার একে এম মঞ্জুরুল আহসান এবং জেলার শ্রেষ্ঠ এ্যাওয়ার্ড প্রাপ্ত পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার অজিত চন্দ্র দেব নাথ, এম টি ইপিআই আতাউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রশীদ, স্বাস্থ্য সহকারী রুহুল আমীন ভুঁইয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামাল হোসেন, সিনিয়র স্টাফ নার্স মেহেরুন নেছা, সাংবাদিক এম এ ওয়াহেদ, নার্সিং সুপারভাইজার মাকসুদা বেগম।
সংবর্ধনা সভায় ২০২৪ বর্ষসেরা এ্যাওয়ার্ড প্রাপ্ত ডা. কাজী শামসুল আরেফীন এবং পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমানের কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাদের সফলতার নানা দিক তুলে ধরে বিভিন্ন বক্তা তাদের ভূয়সী প্রশংসা করেছেন।