লাখাইয়ে বুরো বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরণ
লাখাই উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ সিলেট অঞ্চলের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ সিলেট অঞ্চলের ব্যবস্থাপক খন্দকার মিজানুর রহমান এবং বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্যাণ রন্জন দেব।
বুরো বাংলাদেশ হবিগঞ্জ এলাকার এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এবং ইউপি সদস্য কামাল উদ্দিন।
আলোচনা শেষে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ শতাধিক শীতার্ত নারী-পুরুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। শীতবস্ত্র পেয়ে শীতকষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।