রামপালে আঃলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বাগেরহাট জেলার রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের সাবেক আঃলীগ নেতা পার্থ প্রতীম বিশ্বাসের বিরুদ্ধে এক নিরিহ ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে। ১৩ বছর ধরে ক্রয়কৃত জমির দখল বুঝে নিতে না পারা মুরারী মোহন দেবনাথ অভিযোগ করেন যে, ভূমিদস্যু পার্থ বিশ্বাস তাঁকে জমির দখল থেকে বঞ্চিত রেখেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে জমিতে প্রবেশ করতে দিচ্ছেন না।
এ ব্যাপারে মুরারী মোহন দেবনাথ জানান, তিনি ১৩ বছর আগে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মৃত নারায়ন দেবনাথের ছেলে ৮ একর জমি ক্রয় করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পার্থ বিশ্বাস ওই জমি দখল করেন এবং সেখানে মাছ চাষ করে তাঁর প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি করেছেন। এর পাশাপাশি জমিতে অবৈধ ড্রেজিং করে মাটি ও বালি উত্তোলন করায় জমির শ্রেণি পরিবর্তন হয়েছে, যা মুরারী মোহন দেবনাথের জন্য একটি বড় ক্ষতি।
তবে পার্থ প্রতীম বিশ্বাস অভিযোগের বিষয়ে জানিয়েছেন, জমি তিনি পাবেন, তবে সম্পূর্ণ জমি নয়। তিনি আংশিকভাবে অভিযোগটি স্বীকার করলেও জমি বুঝিয়ে দিতে চাইছেন না।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজা জানান, যদি কেউ অন্যের জমি দখল করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি এই অভিযোগের লিখিত কপি পেয়েছেন এবং তদন্ত শুরু করেছেন।
এখন দেখার বিষয় যে, প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং মুরারী মোহন দেবনাথ তাঁর জমি ফিরে পান কিনা।