বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয় দেওয়া ছাত্রলীগ নেতা আটক
জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। গত ০৬ জানুয়ারি রোববার রাতে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন মাহফুজ রহমান, যিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
এ সময় মাহফুজ রহমান বৈঠকে উপস্থিত ছাত্র-জনতার কাছে নিজেকে ছাত্রলীগের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন। তবে তার এমন পরিচয় ছাত্র-জনতার মধ্যে সন্দেহ সৃষ্টি করে এবং তাকে আটক করা হয়। পরে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিয়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতারা জানান, মাহফুজ রহমানের এমন কর্মকাণ্ড সংগঠনের প্রতি বিশ্বাসহীনতা সৃষ্টি করতে পারে। তাঁরা এই ঘটনার নিন্দা জানান এবং দাবি করেন, এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
পুলিশ জানায়, মাহফুজ রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বর্তমানে তার বিরুদ্ধে কোনো বড় ধরনের অভিযোগ প্রমাণিত হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আটককৃত নেতা পুলিশের হেফাজতে আছেন।