কালাইয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
জয়পুরহাটের কালাই উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত এসব কম্বল কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত ১ হাজার ৪০০টি এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৭০০টি কম্বল ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে এবং বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় সরকারের উপদেষ্টার আগমন উপলক্ষে আরও ২ হাজার এবং উপজেলা পরিষদ থেকে ক্রয়কৃত ২ হাজার কম্বল বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।
কম্বল বিতরণে সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা, পৌরসভার কর্মচারীরা, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও নানা পেশাজীবীর লোকজন শীতার্ত মানুষের তালিকা তৈরিতে অংশ নেন।
এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে।