কাহারোলে অল্পের জন্য বেঁচে গেল ৩ প্রাণ
দিনাজপুরের কাহারোল উপজেলায় অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি পরিবারের তিনজন সদস্য। ঘটনাটি ঘটে মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামে, গত (৫ জানুয়ারি ’25) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে।
একটি বালু বহনকারী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়ে। ট্রাকটি গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে সুজন নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে যায়। এ সময় সুজন, তার স্ত্রী মোছাঃ ইসমত আরা (২২), এবং তাদের শিশু সন্তান ঘুমিয়ে ছিলেন।
দুর্ঘটনায় মোছাঃ ইসমত আরা গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে মোছাঃ ইসমত আরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি বর্তমানে পুলিশের নিরাপত্তায় রয়েছে। এলাকাবাসী ঘটনাটি অলৌকিক বলে উল্লেখ করেছেন এবং সুজন ও তার পরিবারের বেঁচে যাওয়াকে “আল্লাহর ইচ্ছা” বলে অভিহিত করেছেন।