বাগেরহাটের রামপালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটের রামপাল উপজেলায় চার দিন আগে নিখোঁজ হওয়া শিশু মো. আবু তালহার (৪) মরদেহ দাউদখালী নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সগুনা দক্ষিণপাড়া এলাকায় মাছ ধরার সময় মো. আজিজ শেখের জালে শিশুটির মরদেহ আটকে যায়। নিহত শিশু আবু তালহা উপজেলার পার গোবিন্দপুর এলাকার মো. তারেক শেখ ও সাদিয়া বেগম দম্পতির সন্তান।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবু তালহা ফয়লা বাজারে যাওয়ার পথে হারিয়ে যায়। পরিবার শিশুটিকে খুঁজে পেতে অনেক চেষ্টা চালায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ সংক্রান্ত পোস্ট শেয়ার করে। পরে শিশুর বাবা রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার দুপুরে স্থানীয়রা দাউদখালী নদীতে মাছ ধরার সময় জালে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। তালহার পরিবার এসে মরদেহ শনাক্ত করে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, “বাইনতলা ইউনিয়নের দাউদখালী নদী থেকে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ঘটনার যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।