ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতেও দুই গ্রুপের বিভক্তি
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়াতাবাদী দল বিএনপি’র সহজোগী সংগঠন ছাত্রদল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে অংশে ছাত্রদল প্রধান মোস্তাফিজুর রহমান আকাশ চৌধুরী।
আকাশ চৌধুরী গ্রুপ একটানা কর্মসুচি পালন করলেও ইকবাল মাহমুদ গ্রুপের র্যালী বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠানের ঘোষণা রয়েছে। এব্যাপারে উপজেলা বিএনপির সম্পাদক আলহাজ্জ জাকির হোসেন ধলুর সাথে মুঠোফোন যোগাজোগ করা হলেন তিনি জানান, তার নেতৃত্বে অংশে থানা ছাত্রদল সহ-সভাপতি ইকবাল মাহমুদ বিপ্লবের পরিচালনায় বিকেল ৩টায় থানা মার্কেটের সামনে কর্মীসভাসহ পৃথক পৃথক কর্মসুচি আয়োজন রয়েছে।
অন্যাদিকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আগমনের পর জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসুচির শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালী, এইতিহাসীক ছাত্র দলের কৃতিময় কর্মকাণ্ড, শহীদ প্রেসিডেন্ত জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্তী চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে বীরগঞ্জ শহীদ মিনারে ব্যপক আলোচনা এবং দলের কার্যক্রম আরো বেগবান করতে নেতৃবৃন্দ বর্তা দিয়েছেন।
পৃথক ভ্যানুতে সকাল ১১ টায় উভয় গ্রুপ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে।
বেশ কিছুদিন থেকে বীরগঞ্জে বিএনপি দলীয় নেতারা বিভক্ত হয়ে দলীয় বিভিন্ন কর্মসুচি ও জাতীয় দিবস গুলো পালন করতে দেখা যাচ্ছে।