অভয়নগরে ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোরের অভয়নগরে স্বনামধন্য মাদ্রাসা ইহ্ইয়াউল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেলার ফাইনাল রাউন্ডের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে মাদ্রাসা মিলনায়তনে এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক মাউলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। অথিথিতি প্রধান অতিথি হিসেবেন অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার। বিশেষ অতিথি হিসেবেন নোওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম খান টোকন।
বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক হিসেবেন মুফতি ইসমাইল হোসাইন রাহমনি ও মুফতি শহীদুল ইসলাম কাসেমী।
অতিথিতি বক্তৃতা প্রতিযোগিতায় অথিতি হিসেবেন মুফতি মুমিনুর রহমান, মুফতি মাসউদুর রহমান, মাউলানা হাসান ইকবাল, মাউলানা ইসরাফিল হোসেন, হাফেজ মাউলানা আবুল কাশেম, হাফেজ মাউলানা তকিবুর রহমান, হাফেজ মাউলানা আব্দুস্সালাম প্রমুখ।
ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার মোঃ মুজাক্কির আশরাফির সঞ্চালনায় বক্তৃতা প্রতিযোগিতায় অংশনন করেন মুহা. নাহিয়ান আহমাদ সিয়াম, মুহা. রবিউল ইসলাম, মুহা. ইব্রাহিম খলীল, মুহা. আহমাদ আলী, মুহা. মুস্তাফী ইসলাম, মুহা. ওমর ফারুক, মুহা. আবু হানজালা ও মুহা. আব্দুল্লাহ সিফাত।
বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার আব্দুল্লাহ সিফাত, ২য় স্থান অধিকার করেছেন ওমর ফারুক আর ৩য় স্থান অধিকার করেছেন আহমদ আলী।