মোহনপুরে ৫ কেজি গাজা সহ গ্রেপ্তার ২
রাজশাহীর মোহনপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিরা হলেন মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়নপুর গ্রামের মৃত বেলাল সরদারের ছেলে আরমান সরদার (২৬) এবং সাকোঁয়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে সালাউদ্দিন (২১)।
গত ৪ জানুয়ারি, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিদের নিজ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আরমান ও সালাউদ্দিনের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারা অনুযায়ী মামলা (মামলা নম্বর-০৮। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে এই গাঁজা সংগ্রহ করেছিল। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।