এনইউবিটিকের উপ-উপাচার্য হিসেবে প্রফেসর ড. আনোয়ারুল হকের নিয়োগ
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিক) উপ-উপাচার্য হিসেবে প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার নিয়োগ পেয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। তার মেয়াদকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর পর্যন্ত।
প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার একাডেমিক ও প্রশাসনিক পরিমণ্ডলে “আনোয়ারুল এইচ জোয়ারদার” নামে পরিচিত। তার জন্মস্থান খুলনার ডুমুরিয়া উপজেলায়।
ড. আনোয়ারুল হক জোয়ারদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব অন্টারিও থেকে এমএসসি (১৯৮৮) এবং পিএইচডি (১৯৯২) ডিগ্রি অর্জন করেন। পিএইচডি সম্পন্ন করার পর তিনি একই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন।
তিনি কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ওমান, ব্রুনাই, বাংলাদেশ ও মরক্কোর ১৪টি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় যুক্ত ছিলেন। এর আগে, তিনি এনইউবিটিকের ডিন হিসেবে প্রায় ৩ বছর ৫ মাস দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গবেষণার ক্ষেত্রে প্রফেসর জোয়ারদারের অভিজ্ঞতা তাকে এনইউবিটিকের নতুন উপ-উপাচার্য হিসেবে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করেছে। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি আরও অগ্রগতি লাভ করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এই নিয়োগ নিয়ে আশাবাদী মনোভাব লক্ষ্য করা গেছে। ড. আনোয়ারুল হকের অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।