কালাইয়ে আলুর ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কুজাইল দিঘির বড়কোদাল মাঠের আলুর ক্ষেত থেকে আব্দুল মালেক খান ফটু (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে গ্রাম পুলিশের সদস্য নজরুল ইসলাম লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
নিহত আব্দুল মালেক করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে এবং বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত পিয়ন ছিলেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকালে করিমপুর চৌমুহনী বাজারে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। তবে সেদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবার সারারাত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি। শুক্রবার সকালে এক কৃষক মাঠে কাজ করার সময় আলুর খেতে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি আব্দুল মালেকের বলে শনাক্ত করেন।
নিহতের ছেলে সিদ্দিকুর রহমান জানান, “আমার বাবা সম্পূর্ণ সুস্থ ছিলেন। বিকেলে বাজারে গিয়েছিলেন। কে বা কারা আমার বাবার জীবন কেড়ে নিয়েছে, আমরা এর সঠিক বিচার চাই। এটা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা।” মরদেহের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি এবং হত্যার কারণ উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।”
তিনি আরও বলেন, “পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।”
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আব্দুল মালেক ছিলেন একজন সহজ-সরল মানুষ। তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না বলে তাদের জানা নেই। তবে এমন নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার চান তারা।