রামপালে বৃদ্ধের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ
বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই পবনতলা গ্রামের বৃদ্ধ ইয়াছিন সরদারের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার প্রতিবেশী সরদার ইউসুফ সরদার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ চলছিল।
ইয়াছিন সরদার জানান, তিনি বাগেরহাটের দেওয়ানি আদালতে ১৪৩/০৯ নং মামলা দায়ের করেন এবং দীর্ঘ শুনানির পর আদালত তার পক্ষে রায় দেয়। আদালত নির্দেশ দেয় যে, কুমলাই মৌজার এসএ ১১৫ নং হাল ৯১ নং ডিপি’র ৩২০ খতিয়ানের ৭৭৪, ৮৯৩, ৮৯৪, ৮১২ এবং ৮৯১ নং দাগের ২৬ শতাংশ জমি আপোষ বণ্টন অনুযায়ী ভোগদখল করতে হবে। কিন্তু রায় পাওয়ার পরও প্রতিপক্ষের সদস্যরা তার জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইয়াছিন অভিযোগ করেছেন, তারা তার গাছপালা কেটে ফেলছে এবং আতাবেড়া কেটে জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করছে।
অন্যদিকে, অভিযুক্ত মানছুর (অথবা মানঞ্জুর) সরদার জানান, আদালতের রায়ে ইয়াছিন সরদারকে দাগ অনুযায়ী জমির মালিকানা দেয়া হয়েছে। তিনি আরও দাবি করেন যে, ইয়াছিন সরদার তার পরিবারের পারিবারিক কবরস্থানসহ তাদের জমি দখল করে রেখেছেন এবং এখন তারা তাকে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছে।
এ বিষয়ে ইয়াছিন সরদার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে তিনি জানান। তার দাবি, প্রশাসন যেন বিষয়টির যথাযথ সমাধান করে এবং জমির দখল থেকে তার পরিবারের অধিকার রক্ষা করা হয়।