পাঁচবিবি সীমান্তে ফেন্সিডিলসহ আটক ৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন কড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে কড়িয়া বিওপি কমান্ডার নায়েক আব্দুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কড়িয়া সীমান্তের ২৭৮ নম্বর মেইন পিলার থেকে ১.৫ কিলোমিটার অভ্যন্তরে বড় কড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, রামকৃষ্ণপুরের মোশাররফ হোসেনের ছেলে মো. জাকিরুল ইসলাম (৩৫), শামসুল ইসলামের ছেলে মো. রাজু আহমেদ (২৮) ও মো. মিনহাজ হোসেন (২৪)।
পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। বিজিবি সদস্যরা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় তৎপর।”
এই অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিরলস প্রচেষ্টার প্রমাণ মেলে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।