খুলনায় ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, ৮ জন আহত
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২ জানুয়ারি বিকাল ৩ টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে এ হামলা হয়, যেখানে ৮ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। এই হামলায় ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুবৃত্ত অতর্কিতভাবে ইট পাটকেল ও ছুরি দিয়ে হামলা চালায়। আহতদের মধ্যে নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমি, আমি সহ মোট ৮ জন। হামলার সময় নারী শিক্ষার্থীরা সাহায্যের চেষ্টা করলে তাদের ওপরও আক্রমণ করা হয়, যার ফলে সাদিয়া ও দিয়া গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
হামলার পর, খুলনা শহরের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনের সদস্যরা। তারা অভিযোগ করেন, খুলনায় প্রতিদিন বিভিন্ন ধরনের হামলা এবং গুলির ঘটনা ঘটছে, এবং প্রশাসনের গাফিলতির কারণে আইন শৃংখলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তারা দাবি করেছেন, খুলনার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত, যদি আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি না ঘটে।
এ ঘটনার প্রতিবাদে, বিকাল ৭ টায় খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তারা হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। শিক্ষার্থীরা আশা করছেন, যথাযথ প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।