অস্ট্রেলিয়ায় মেয়েকে বাঁচাতে বাবা-মায়ের আত্মত্যাগ
অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল সৈকতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা, যেখানে বাবা-মা তাদের জীবন উৎসর্গ করে নিজেদের কন্যাকে বাঁচিয়েছেন। ২৭ ডিসেম্বর, পরিবারসহ ওয়ালপোল এলাকায় বেড়াতে আসা শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি মর্মান্তিকভাবে প্রাণ হারান।
২৮ ডিসেম্বর দুপুরে, ওয়ালপোল সৈকতে সমুদ্রের উত্তাল ঢেউয়ে ছোট্ট সিয়ানা তলিয়ে যাওয়ার পর, তাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন তার বাবা-মা। তাদের সাহসী পদক্ষেপে সিয়ানা বেঁচে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বাবা-মায়ের জীবনকে খুন হতে হয়। স্থানীয় পুলিশ তাদের নিথর দেহ উদ্ধার করেছে।
এ ঘটনায় আরেক বাংলাদেশি সজীব নন্দী প্রাণে বেঁচে ফিরেছেন। তিনি তাদের সফরসঙ্গী ছিলেন এবং সিয়ানাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়েছিলেন। বর্তমানে তিনি পার্থের ডেন্মার্ক হাসপাতালের ভর্তি আছেন।
নিহত স্বপন ছিলেন কার্টিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক। তার স্ত্রী সাবরিনা আহমেদ পাপড়ি ছিলেন একটি শিক্ষাবিদ। উভয়েরই সম্পর্ক ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে। এই দুঃখজনক ঘটনার পর স্বপনের সহকর্মী অধ্যাপক ড. প্রবির সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
বর্তমানে স্বপন ও সাবরিনার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ২৯ ডিসেম্বর তাদের দেহ হস্তান্তর করা হবে।