লাখাইয়ে জাতীয় সমাজসেবা দিবসে র্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ
লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ যৌথভাবে আয়োজন করে বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা।
এদিন সকাল ১০টায় লাখাই উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়, যা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান এর সভাপতিত্বে এবং সমাজসেবা কার্যালয়ের পরিদর্শক শাহীন উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই এডভোকেসী নেটওয়ার্ক কমিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, গ্রাম আদালত কার্যক্রমের সমন্বয়ক আলমগীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমাজ সেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ বাহার উদ্দিন এবং গীতা থেকে পাঠ করেন সোনালী রবিদাস। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সমাজসেবা প্রকল্প গ্রামের সভাপতি জহিরুল ইসলাম, কামাল রবিদাস, মিঠুন রবিদাস, এবং ক্যান্সার আক্রান্ত মুখলেছুর রহমান।
সভায় বক্তারা বলেন, সমাজসেবা প্রকল্প গ্রামে ক্ষুদ্রঋণ বিতরণ, অসহায়দের সাহায্য প্রদান এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষভাবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজনের চিকিৎসার জন্য অনুদান এবং প্রান্তিক রবিদাস সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া, ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
শেষে অতিথিরা বিনাসুদে ক্ষুদ্রঋণ বিতরণ ও অনুদান প্রদান করেন।
এ আয়োজনের মাধ্যমে লাখাইয়ের সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।