ঘোড়াঘাটে ছাদ থেকে পড়ে কোচের সহকারী আল-আমিনের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে কোচের ছাদ থেকে পড়ে আল-আমিন (৫৫) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজারে রহমানিয়া হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন সিরাজগঞ্জ জেলার চান্দায়কোনা এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, সিরাজগঞ্জ থেকে কাপড় নিয়ে আসা ব্যবসায়ীরা একটি কোচের ছাদে করে কাপড় আনা-নেওয়া করছিলেন। রাণীগঞ্জ বাজারে পৌঁছানোর পর কাপড়ের ঢোপ নামাতে ছাদে উঠেছিলেন আল-আমিন। তবে কাপড় নামানোর সময় নিজের ভারসাম্য হারিয়ে তিনি ছাদ থেকে পড়ে গিয়ে পাকা রাস্তার উপর আছড়ে পড়েন। দুর্ঘটনায় তার নাক-মুখ ফেটে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।