খুলনায় সন্ত্রাসী গডফাদার নুর আজিম ও রিয়াজুল গ্রেফতার, অস্ত্র উদ্ধার
খুলনা মহানগরীতে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত কুখ্যাত গডফাদার নুর আজিম এবং তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম দাদা মিয়াকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। ১ জানুয়ারি খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, নুর আজিম ও রিয়াজুল খুলনা শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা স্থানীয় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনার দক্ষিণ টুটপাড়া এবং পূর্ব বানিয়া খামার এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং উদ্ধার করা হয়—১টি বিদেশী একনলা ১২ বোরের বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন এবং ১টি বিদেশী পিস্তল।
এছাড়াও, তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই অস্ত্রগুলি সাম্প্রদায়িক অশান্তির সময় ব্যবহারের পরিকল্পনা ছিল। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, তার উৎস এবং অস্ত্রগুলোর ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটন করার জন্য তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
নুর আজিম খুলনায় ১২ জন শীর্ষ সন্ত্রাসীর গডফাদার হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে। অপরদিকে, রিয়াজুল ইসলামের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
এ ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের দাবি, সন্ত্রাসী চক্রের আরো সদস্যদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য তারা কাজ করছে।