রামপালে সমাজসেবা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
বাগেরহাটের রামপালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যের মাধ্যমে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ আনোয়ারুল কুদ্দুস, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম.এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, লায়লা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রথমে ৭ জন দুঃস্থ প্রতিবন্ধীকে সরকারিভাবে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ আয়োজনের মাধ্যমে রামপাল উপজেলার সমাজসেবা দপ্তর প্রতিবন্ধীদের প্রতি মানবিক সহায়তা ও রাষ্ট্রীয় সেবা প্রদান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।