চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত নামঞ্জুর করেছেন। বৃহস্পতিবার সকালে আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনানির পর এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া গণমাধ্যমকে জানান, জামিন আবেদনের ওপর প্রায় আধা ঘণ্টা শুনানি হয়েছে এবং আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালতের নিরাপত্তা ব্যবস্থা ছিল বিশেষভাবে জোরালো। আদালত প্রাঙ্গণে প্রবেশের আগে বিচারপ্রার্থীদের কাগজপত্র যাচাই করা হয়, এবং বের হওয়ার সময়ও নিরাপত্তা জোরদার করা হয়। আদালতে ঢোকার ও বেরোনোর দুটি পথেই বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি এবং সেনাসদস্য মোতায়েন ছিল।
চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবীর একটি দল, যার নেতৃত্বে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্য। আদালত কক্ষ থেকে বেরিয়ে অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, “আমরা আদালতকে আমাদের সাবমিশন দিয়েছি। সবকিছু শুনে আদালত জামিন নামঞ্জুর করেছে। আমরা এখন উচ্চ আদালতে যাব।”
এদিকে, জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।