সিলেটে ৬ষ্ঠ বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ৭ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সিলেট নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ সিলেট বইমেলা ২৫’। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই ১০ দিনব্যাপী বইমেলা আয়োজন করছে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস।
বইমেলাটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সংগঠনের বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং কালান্তর প্রকাশনীর কর্ণধার আবুল কালাম আজাদ। সভাটি পরিচালনা করেন কমিটির সদস্য সচিব এবং জসিম বুক হাউসের কর্ণধার মো. জসিম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সিনিয়র রিপোর্টার (দৈনিক জালালাবাদ) ও স্টাফ রিপোর্টার (দৈনিক নয়া দিগন্ত) এমজেএইচ জামিল, পৈঠা প্রকাশনীর পরিচালক জাকির শাহ, মারুফ প্রকাশনীর প্রকাশক রাহিম আহমদ, জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, গাঙচিল সিলেট জেলার সভাপতি জগলুল হক, সার্জন টিভির পরিচালক কবি জুবের আহমদ সার্জন, টাচ অফ সিলেট এর কবি জালাল জয়, সিলেট টু আমেরিকার কবি শিব্বির আহমদ, ব্যাংকার আবদুল মালিক।
বইমেলার উদ্দেশ্য হলো সিলেট অঞ্চলের সাহিত্যপ্রেমীদের মধ্যে পাঠাভ্যাস ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করা। মেলায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশনী ও স্থানীয় লেখকদের অংশগ্রহণ থাকবে। পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন থাকবে বলে জানানো হয়েছে।
আয়োজক কমিটি আশা প্রকাশ করছে, সিলেটের মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে বইমেলায় অংশগ্রহণ করবে এবং এটি সাহিত্য ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হবে।
বইমেলার চূড়ান্ত প্রস্তুতি কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। সিলেটবাসীর কাছে এটি শুধু একটি বইমেলা নয়, বরং জ্ঞানের আলো ছড়ানোর একটি মহোৎসব।