খুলনায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই খুলনায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আজ, ১ জানুয়ারি, খুলনা নগরীর ভিক্টোরিয়া ইনফ্যান্টস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বছরের শুভ সূচনা করেন।
প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। এছাড়া, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, “চলতি বছর খুলনা মহানগরের প্রাথমিক স্তরের জন্য মোট ১ লাখ ৫৪ হাজার ৫০০টি পাঠ্যপুস্তক বরাদ্দ পাওয়া গেছে, যা আজ শিক্ষার্থীদের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে।”
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব এবং পাঠ্যপুস্তকের যথাযথ ব্যবহার সম্পর্কে আলোচনা করেন। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।