রামপালে বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে বিএনপি নেতা ফারুকের সংবাদ সম্মেলন
বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফারুক আহম্মেদকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১২টায় রামপাল প্রেসক্লাবের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে শেখ ফারুক আহম্মেদ জানান, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় তৃণমূল বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে দলীয় ঐক্য সুসংহত করার চেষ্টা করা হলেও একটি মহল আওয়ামী লীগের দোসর হয়ে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, জনৈক তহিদ গাজীর ছেলে সোহাগ গাজীকে দিয়ে তার এবং হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, একটি সংঘর্ষ থামাতে তিনি উভয় পক্ষকে মীমাংসার চেষ্টা করেছেন। ওই ঘটনার সময় সাবেক সভাপতি রুহুল আমিন গোলদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
শেখ ফারুক আহম্মেদ আরও বলেন, “আমরা বিএনপির বৃহত্তর ঐক্য বজায় রাখতে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দিয়ে সবাইকে দলীয় ঐক্যের স্বার্থে কাজ করার আহ্বান জানাই।”
সংবাদ সম্মেলনে হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন গোলদারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।