লাখাই উপজেলার মাদ্রাসায় চুরি ও ভাঙচুর
লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া এলাকায় জামিয়া কারীমিয়া ফজলুল উলুম মাদ্রাসায় ২৮ ডিসেম্বর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মাদ্রাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতিগ্রস্ত করা হয় এবং ৯০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত ফরাশ উদ্দীনের ছেলে মাওলানা আশরাফুল ইসলাম সোহাগসহ ৭ জন এই চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদ্রাসার সভাপতি হাফেজ মোহাম্মদ আলী বাদী হয়ে ৩০ ডিসেম্বর লাখাই থানায় এজাহার দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার মটর, সিলিং ফ্যান, সাবমার্জিবুল টিউবওয়েলসহ বিভিন্ন আসবাবপত্র নিখোঁজ। স্থানীয়রা বিষয়টি স্বীকার করলেও তাদের বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে।
মাওলানা আশরাফুল ইসলাম সোহাগ বলেন, মাদ্রাসা নিয়ে বেশ কয়েকবার বিচার বৈঠক হয়েছে, তবে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি। ইউনিয়ন চেয়ারম্যান নোমান মিয়া জানান, তিনি অনেকবার মিমাংসা করে দিয়েছেন, কিন্তু মাওলানা সোহাগকে কখনোই শান্ত করতে পারেননি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, এ বিষয়ে লিখিত এজাহার পেয়ে তদন্তের জন্য উপপরিদর্শক আক্তারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ৩১ ডিসেম্বর ঘটনাস্থলে গিয়ে আসামীদের থানায় আসার জন্য বলছেন।
এদিকে এলাকায় নানা গুঞ্জন ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা আশা করছেন দ্রুত এই ঘটনায় সুষ্ঠু তদন্ত হবে।