খুলনায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক, সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান
খুলনায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা কোনো ঘটনা যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ না করেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। তিনি বলেন, “সঠিক তথ্য পরিবেশন গুরুত্বপূর্ণ, এবং ফটো সাংবাদিকদের প্রথমে ছবি দিয়ে তার ওপর বর্ণনা করতে হয়। সঠিক সংবাদ সমাজের সামনে তুলে ধরতে হবে, এবং আমাদের ভুল ত্রুটি সাংবাদিকদের মাধ্যমে সামনে আসবে, যাতে আমরা সতর্ক হতে পারি।” তিনি আরও বলেন, “যিনি জানি ভুল করেন, তার সংশোধন হবে, কিন্তু যিনি জানেন ভুল করেন, তাকে ভয় পাবেন কারণ তার ভুল সংবাদ সমাজে প্রকাশিত হবে।”
বক্তারা ছাত্র জনতার আন্দোলনের উদাহরণ দিয়ে বলেন, “সাংবাদিকরা প্রকৃত ঘটনা তুলে আনতে পেরেছিল বলেই, স্বৈরাচারের পতন তরান্বিত হয়েছে। ভবিষ্যতে দেশের ও জনগণের স্বার্থে পেশাদারিত্বের সঙ্গে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে খুলনার প্রথম ফটো সাংবাদিক আব্দুল লতিফ এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ ডাকুয়াকে সম্মাননা প্রদান করা হয়। সেরা ফটো সাংবাদিক হিসেবে প্রথম আলোর মো. সাদ্দাম হোসেনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আর জি উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।