খুলনা আওয়ামীলীগের মুন্সি মাহাবুব আলম সোহাগকে কারাগারে প্রেরণ
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোঃ আনিসুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুন্সি মাহাবুব আলম সোহাগকে আদালতে হাজির করার সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্লোগান দেয় এবং বিক্ষোভ মিছিল করে।
মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়মুর আলম বলেন, “মুন্সি মাহাবুব আলম সোহাগকে আমরা বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি নগরীর তারের পুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের বাড়িতে অবস্থান করছেন। এই সংবাদের ভিত্তিতে গত রাতে (রবিবার) অভিযান চালিয়ে তাকে রাত ১২টায় গ্রেফতার করা হয়।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় একাধিক অভিযোগ রয়েছে এবং পূর্বে দায়ের করা মামলাগুলো নিয়মিত তদন্তাধীন। গত ২৯ আগস্ট খুলনা সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে হাজির করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মুন্সি মাহাবুব আলম সোহাগের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো নিয়ে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।